রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি : রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ তরমুজ। রোজা শুরুর পর তরমুজের দামও বাড়ছে। তিন দিনের ব্যবধানে প্রতি কেজি অপরিপক্ক তরমুজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়।
তিন দিন আগে ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে পাওয়া যেত, মধুখালী বাজারে সরজমিনে তরমুজ কিনতে গিয়ে দোকানদারদের সংগে কথা বলে জানা যায় যে, তরমুজ তারা ক্রয় করে পিস হিসাবে আর তারা বিক্রি করে কেজিতে।
সাধারণ জনগণের প্রশ্ন: পিস হিসাবে কিনে কেজিতে কেন বিক্রি করা হয় ?
এতে আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। নাম না বলা শর্তে কিছু সাধারন জনগণ বলেন, মধুখালী বাজারের ব্যবসায়ীরা এত সাহস কোথা থেকে পায় যেখানে স্বয়ং মন্ত্রীর নিজের থানা মধুখালী। অতি দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ ও প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য এবং এই রমজান মাসে বাজার মনিটরিং ও তদারকি করার জন্য অনুরোধ জানান মধুখালীর সাধারণ জনগণ।