বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

মধুখালীতে ইজিবাইক ও বাসের মুখমুখি সংর্ঘষে নিহত দুই আহত দশ

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ।। ফরিদপুরের মধুখালীতে দ্রুতগামী বাসের চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের মধুখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুমন আলী (৩৮) ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের বাবুর আলীর ছেলে ও সিরাজ হাওলাদার (৬০) বরিশাল সদরের সারুখালী এলাকার মৃত ইয়াছিন হাওলাদারের ছেলে।

আহতরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (৩), সোনালী (৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), এ ছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫) এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০) এবং অজ্ঞাত আরও একজন।

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে বরিশাল সদরের সারুখালী এলাকার সিরাজ হাওলাদার আত্মীয়স্বজন নিয়ে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামে জুয়েল বিশ্বাসের (সম্পর্কে ভাগনি জামাই) বাড়িতে দুদিন আগে বেড়াতে আসেন।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে বেড়ানোর পর ইজিবাইকে করে গোন্দারদিয়ায় ফেরার সময় উল্টা দিক থেকে পূর্বাশা পরিবহন দ্রুত গতিতে এসে ইজিবাইককে সামনাসামনি ধাক্কাদিলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা, খবর পেয়ে খুব দ্রুত মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন সংঙ্গীয় ফোর্স সহ দুই গাড়ি পুলিশ ঘটনা স্থলে এসে আহত রুগীদের কে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান এবং এ্যামবুলেন্সে করে আহতদের কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানোর ব্যাবস্হা করেন। পূর্বাশা পরিবহনের চালক কে গ্রেপতার করেন, চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com