মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

ফরিদপুরের এসপি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নিয়েছেন : কাজী জাফর উল্লাহ

মিরণ খন্দকার, একুশের কন্ঠ : ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন মো. শাহজাহান। ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ বলেন, এসপি নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন এর হয়ে ক্ষপাতিত্ব করছে।

কাজী জাফর উল্লাহ বলেন, তিনি (এসপি) ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নিয়েছেন। কারণ ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীরা সবাই টাকাওয়ালা। ‘টাকা আছে যেখানে আমাদের প্রশাসন এসপি আছে সেখানে’।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলার স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক কর্মিসভায় বক্তৃতাকালে কাজী জাফর উল্লাহ এ অভিযোগ তোলেন। তিনি বলেছেন, এলাকার নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট নই, ফরিদপুরের এসপি চান না এখানে নৌকার নির্বাচন হোক। তিনি চান না সদরপুর-ভাঙ্গাতে নৌকা জিতুক। টাকার জন্য তিনি নৌকা হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাজী জাফর উল্লাহ ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া নিজ বাড়ি থেকে নেতাকর্মীদের নিয়ে গাড়িযোগে সদরপুরে পৌঁছান। এরপর নির্বাচনি কর্মিসভায় যোগ দেন এবং উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন।

কাজী জাফর উল্লাহ বলেন, আমি সন্তুষ্ট নই। কারণ আমি দেখছি সদরপুরে খুন-রাহাজানি হচ্ছে। সদরপুরের চর বলাশিয়ায় নৌকার এক কর্মীকে কুপিয়ে মাথা দুই টুকরা করে দিয়েছে। সে ট্রমা সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অথচ আমরা যখন বিষয়টি থানাকে জানাই, তারা বলে মামলা নিতে হলে ওদেরও (অপরপক্ষের) মামলা নিতে হবে। তার মানে তারা সম্পূর্ণরূপে নিক্সনের (স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন) পক্ষে।

তিনি বলেন, তিনি (এসপি) লাইন দিয়েছেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে। কারণ ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীরা সবাই টাকাওয়ালা। টাকা আছে যেখানে, আমাদের প্রশাসন এসপি আছে সেখানে। আমরা যুদ্ধ লড়াই করে মাঠে আছি। গরিব-দুঃখী মানুষ ৭ তারিখে নৌকায় ভোট দিয়ে প্রমাণ করবেন। মানুষের শক্তির সঙ্গে তারা পারবে না।

কাজী জাফর উল্লাহ প্রতিপক্ষ নিক্সন চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে বলেন, আমাকে নিক্সন ফকির বলে, তার মানে আমার মা একজন ফকির ছিলেন। সে বলছে, আমি নাকি ফকিন্নির ছেলে। আমাকে সে মান্দার গাছে উঠাবে। সে মানুষকে মানুষ হিসেবে মূল্য দিতে চায় না।

তিনি আরও বলেন, দুদিন আগে নিক্সন চৌধুরী আমাকে উদ্দেশ্য করে বলেছে, চাচা নির্বাচন কেন বন্ধ করলেন? ৯০ মিনিটের খেলা। টাকা লাগে আমি দেব। এ বক্তব্যের জবাবে কাজী জাফর উল্যাহ বলেন, তাহলে বুঝতে পারেন তার দেমাগটা কোথায় চলে গেছে? সে আমাকেও টাকা দিয়ে কিনতে চায়।

কাজী জাফর উল্লাহ জানান, অত্যধিক পরিশ্রমের কারণে তিনি চিকিৎসকের পরামর্শে দুদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন। এজন্য এলাকায় আসতে পারেননি। এ সুযোগে তিনি (নিক্সন চৌধুরী) সুযোগ নিয়ে আমার নামে আজেবাজে কথা বলছেন।

তিনি ভোটার ও জনগণের উদ্দেশ্যে বলেন, আমি বালু কাটব না, আমি জমি দখল করব না, কোনো বাস থেকে চাঁদা উঠাব না। মিথ্যা মামলা দিয়ে ভাইবোনের মধ্যে বিবাদ ঘটাব না। অসহায় মানুষের জন্য মাঠে নেমেছি, সততার সঙ্গে মানুষের সেবা করতে চাই। মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, আশা করছি বর্তমান সরকারের আমলে যেভাবে ভাঙ্গার উন্নয়ন হয়েছে, সেভাবে সদরপুর ও চরভদ্রাসনেরও উন্নয়ন হবে। আমার তাদের মতো টাকা নেই। তবে আমি সততার সঙ্গে মানুষের সেবা করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদার, আনিসুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com