শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:: ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের মূল কর্মসূচির সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে শপথ পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন সমাজসেবা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সেবাগ্রহীতা।
এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।