শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি॥ সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিশেষ পুরস্কার লাভ করেছেন।
জুলাই ২০২৫ মাসের কর্মতৎপরতার ভিত্তিতে এ পুরস্কার প্রদান করেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জানানো হয়, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা ও হাটহাজারী সার্কেল অফিসারের সার্বক্ষণিক সহযোগিতায় সম্প্রতি ফটিকছড়ি থানা আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। নিয়মিত অপরাধ সভা আয়োজনের পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের বিভিন্ন উদ্যোগও প্রশংসিত হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ওসি নূর আহমেদ বলেন, এ সম্মান কেবল আমার নয়, ফটিকছড়ি থানার প্রতিটি সদস্যের। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।