বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি থেকে॥ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানান, উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে জেলা ম্যাজিষ্ট্রেটের পূর্বানুমতি ছাড়া দাঁতমারা ইউনিয়নে কোনো ধরনের মিছিল, সভা বা সমাবেশ করা যাবে না।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের মন্দাভাবসহ সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের সভা বা সমাবেশ করার আগে প্রশাসনের অনুমতি নিতে হবে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বিকেলে দাঁতমারা ইউনিয়নে একটি মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।