বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

ফটিকছড়িতে কবরস্থানের জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি ধেকে:: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল এলাকায় কবরস্থানের সরকারি (খাস) জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, হাজীরখিলের বহু বছরের পুরনো কবরস্থান ‘জাইল্লে টিলা’। কিন্তু কবরস্থানের জানাজা নামাজের মাঠটি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখল করে গাছের চারা রোপণ করছে। এতে মৃতদের দাফন ও জানাজার কাজে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে দখলকারীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানান স্থানীয়রা। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থান মুসলিম সমাজের ধর্মীয় অধিকার ও সবার জন্য উন্মুক্ত সম্পত্তি। এখানে কোনো ধরনের দখল বা বাধা আমরা মেনে নেব না। তারা অবিলম্বে কবরস্থানের জমি উদ্ধার, জানাজা নামাজের মাঠ উন্মুক্ত করা এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, হাফেজ মো. মনছুর আলী (৫০), মো. লিয়াকত আলী (৪৫), মো. আজগর আলী (৪২), মো. আয়ূব আলী (৪৪), মো. বদিউল আলম (৫৫) ও মো. সামশুল আলম (৫৮) এই ছয়জন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রায় ২০০ বছরের পুরনো কবরস্থানটি দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে একাধিকবার ইউএনও ও এসিল্যান্ডের নিকট লিখিত অভিযোগ করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসী।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন হোসাইন, সমাজসেবক মো. শামশুল আলম, মো. শফি ড্রাইভার, মো. নুরুল হক, মো. মাসুদ, আবুল বশর, মো. হাসান, মো. করিমসহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর জোর দাবি সরকারি জায়গা দখল মুক্ত করে কবরস্থানকে সবার জন্য উন্মুক্ত করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এটা সরকারি জায়গা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com