রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

ফকিরপাড়া সচেতন মহলের অর্থায়নে ৭শত পরিবার পেল ত্রানসামগ্রী

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের দরজায় ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের সচেতন মহল।

শুত্রবার রাতে এলাকায় ঘরে ঘরে নিজস্ব অর্থায়নের এই ত্রাণ সামগ্রী পৌছে দেন।

জানা গেছে, ফকিরপাড়া সন্তান জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লাল মিয়া, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, ব্যবসায়ী গোলজার শাহ ফকির, যুবসমাজ,উত্তরণ ইয়ং স্টার ক্লাবের সভাপতি জুলহাস মন্ডল সহ এলাকার সচেতন মহলের অর্থায়নে ৭শত পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি আলু, ৫শ গ্রাম ডাল ও আধাকেজি লবন দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, এই দূর্যোগ মুহুর্তে এলাকাবাসীর উদ্যোগ প্রশংসনীয়। জাতির এই ক্লান্তিলগনে প্রতিটি এলাকার সচেতন মহলকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com