সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

প্রিমিয়ার লীগ ফুটবলে পিছিয়ে থেকেও আবাহনীর জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ২৫ এপ্রিল সোমবার দেশের চার ভেন্যুতে চারটি খেলা অনুষ্ঠিত হয়। চার ম্যাচের মধ্যে ঢাকা আবাহনী লিমিটেড বনাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ম্যাচটি ছিল নিঃসন্দেহে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রবিবার ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে আবাহনী। দলের জয়ে জোড়া গোল উপহার দেন রাকিব; বাকি দুই গোলদাতা দেনিয়েল কলিনদ্রেস সোলেরা ও রাফায়েল আগাস্তো। চলতি লীগে ম্যাচে সর্বোচ্চ ৭ গোল হওয়ার এটি দ্বিতীয় নজির। তবে এরপরই রাকিব হোসেন, দেনিয়েল কলিনদ্রেসরা আড়মোড় ভেঙে জেগে উঠলেন। ঘুরে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারাল মারিও লেমোসের দল।

৪টি ম্যাচের মোট গোল হয়েছে ১৬টি। এর মধ্যে দুটি ম্যাচে জয়-পরাজয়ের নিষ্পত্তি হলেও বাকি দুই ম্যাচে হয়নি। লীগের প্রথম লেগে বসুন্ধরা কিংস ৪-৩ গোলে সাইফকে হারিয়েছিল। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে চলতি লিগের সবচেয়ে ব্যবধানের জয় কুড়িয়ে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তারা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে শোচনীয়ভাবে বিধ্বস্ত করে ৬-১ গোলে। এর ফলে লীগের প্রথম পর্বে বসুন্ধরা কিংস ৫-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে যে কীর্তি গড়েছিল, তাকে ছাপিয়ে গেল সাইফ। এছাড়া সিলেটের সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি গোলশূন্য ড্র করে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে।

৩৪তম মিনিটে তিতসুয়াসি মিসুয়া স্পট কিক থেকে এগিয়ে নেন মুক্তিযোদ্ধা সংসদকে। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নবাবের কাট ব্যক নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক জাপানি সোমা ওতানি। হারের শঙ্কা চোখ রাঙানি দিতে থাকে আবাহনীকে। জামাল ভুঁইয়াকে সরিয়ে সাইফের নতুন অধিনায়ক করা হয়েছে রিয়াদুল হাসান রাফিকে। নতুন অধিনায়কের অধীনে প্রথম ম্যাচেই লীগের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের কীর্তি গড়েছে সাইফ।

পুলিশকে হাফ ডজন গোল দিয়েছে তারা। খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল তারা। বিজয়ী দলের উজবেক ডিফেন্ডার আসরোর গফুরভ জোড়া গোল করেন (৩৯ ও ৬৯ মিনিটে)। ৬৫ থেকে ৮০-এই ১৫ মিনিট ছিল স্রেফ ‘আবাহনী শো।’ ফ্রি কিক নিয়ে বক্সে ছুটে যান কলিনদ্রেস। কয়েক পা ঘুরে বল পেয়ে যাওয়ার পর কোনাকুনি শটে দলকে ম্যাচে ফেরার উপলক্ষ্য এনে দেন কোস্টারিকার এই ফরোয়ার্ড।

এছাড়া নাইজিরিয়ান ফরোয়ার্ড এমফন সানডে (২৬ মিনিটে), একই দেশের ফরোয়ার্ড এমেকা ওবুগ (৩১ মিনিটে), ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম (৭৮ মিনিটে) ও মিডফিল্ডার সাজ্জাদ হোসেন ৮০ মিনিটে ১টি করে গোল করেন। বিজিত দলের আইভরি কোস্টের মিডফিল্ডার জেজ ম্যাক্সিমিন (৪৫+২ মিনিটে) একটি গোল করেন। নিজেদের দ্বাদশ ম্যাচে এটা সাইফের পঞ্চম জয়। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় থেকে পাঁচে উঠে এল তারা।

৬৭তম মিনিটে সতীর্থের হেড ক্রসবারে লেগে ফেরার পর গোলমুখ থেকে ফিরতে হেডে সমতা ফেরান রাকিব। ৭৫তম মিনিটে বাঁ দিক দিয়ে বিনা বাঁধায় বক্সে ঢুকে পড়া রাফায়েল দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে এগিয়ে নেন দলকে। রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে চট্টগ্রাম আবাহনী। ২২ পয়েন্ট নিয়ে আবাহনী চারে ও ১০ পয়েন্ট রহমতগঞ্জ আছে নয়ে।

ঢাকা আবাহনীর জয়ের দিনে ড্র করে মাঠ ছেড়ে তাদেরই একসময়কার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। এ্যাওয়ে ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলের ড্র করে সাদা কালোরা। ২২ মিনিটে শেখ রাসেলের একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান জুয়েল মোহামেডানের গোলটি করেন জাফর ইকবাল ৮৮ মিনিটে।

মোহমেডানের গোলরক্ষক হোসেন সুজন দুটি হলুদ কার্ড পেয়ে বহিষ্কৃত হন। ১২ ম্যাচে ষষ্ঠ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে ১৯ বারের শিরোপাধারী মোহামেডানের অবস্থান ছয়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে ব্যবধান কমান তেতসুয়াকি। কিন্তু শেষ পর্যন্ত শুরুর সম্ভাবনাকে আর পূর্ণতা দিতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ। প্রথম পর্বের মতো লিগের দ্বিতীয় পর্বও আবাহনীর কাছে হেরে শুরু করে তারা। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল মুক্তিযোদ্ধা সংসদ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com