রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মঙ্গলবার ১৯ জুলাই কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আবাহনী। কিন্তু জয়ের ফলে শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে শুধু পয়েন্ট ব্যবধানই কমিয়েছে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ম্যাচটি ৫-০ গোলে জিতেছে আবাহনী। বিরতির আগেই আরও দুই গোল করেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা ও রাফায়েল অগাস্তো দি সিলভা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন নাবীব নেওয়াজ জীবন।
লিগ শিরোপা আগের দিনই নির্ধারণ হয়ে গেছে। দুই ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আবাহনীর রানার্সআপ হওয়াটাও নিশ্চিত।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড। কিন্তু গতকালই সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। ফলে লিগের বাকি ম্যাচগুলো এখন শুধুই নিয়মরক্ষার।
সোমবার মুন্সীগঞ্জে বসুন্ধরা কিংস সাইফকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে। এই ম্যাচে যদি কিংস পয়েন্ট নষ্ট করত, তাহলে কাগজে-কলমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে চ্যাম্পিয়ন হওয়াটা বেঁচে থাকত ঢাকা আবাহনী লিমিটেডের। কিন্তু আদতে তা হয়নি। তাই লীগ রানার্সআপ নিশ্চিত করাটা জরুরী ছিল “দ্য স্কাই ব্লু ব্রিগেড” খ্যাত আবাহনীর। মঙ্গলবার সেটাই করল তারা, কুমিল্লায়।
শোচনীয়ভাবে বিধ্বস্ত করল ৫-০ গোলে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল। প্রথম পর্বে দুই দলের লড়াইটা শেষ হয়েছিল গোলশূন্য ড্রতে। এই জয়ে দুইয়ে থাকা আবাহনী ৪৪ পয়েন্ট সংগ্রহ করলো। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ৫১। এখনো দুই রাউন্ডের খেলা বাকি আছে। তবে বসুন্ধরাকে টপকে যাওয়ার কোনও সুযোগ নেই আবাহনীর সামনে।
৩৮তম মিনিটে ডান প্রান্ত থেকে ড্যানিয়েল কলিন্ড্রেসের ক্রস পোস্টের কাছ থেকে স্পট জাম্প করে বক্র হেডে জামালের জালে পাঠান রাফায়েল অগাস্টো (২-০)। ৪২ মিনিটে বা প্রান্ত থেকে রাফায়েলের পাসে চলন্ত বলে পা ছুঁইয়ে গোল করেন কলিন্ড্রেস (৩-০)।
৭৮তম মিনিটে ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের যোগান দেয়া বলে পোস্টের কাছ থেকে পা ছুঁইয়ে জালে পাঠান ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন (৪-০)।
৮২ মিনিটে ডান প্রান্ত থেকে মাপা কর্নারে বক্সে বল পাঠান কলিন্ড্রেস। চমৎকার হেডে গোলরক্ষক নাঈমকে পরাস্ত করেন আবাহনীর অধিনায়ক জীবন (৫-০)। একটি গোলও শোধ দিতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন “বেঙ্গল ইয়োলোস” খ্যাত জামাল।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠে শেখ জামাল। তবে ৭৭ এবং ৮২তম মিনিটে আবাহনীর পক্ষে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন নাবীব নেওয়াজ জীবন।