মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

প্রাণবন্ত মেহজাবীন

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে অবকাশ যাপনের জন্য আছেন সুদূর যুক্তরাষ্ট্রে । ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে । পাশাপাশি কোপা আমেরিকার এবারের আসরও উপভোগ করছেন গ্যালারিতে বসে । বিশেষ করে তার প্রিয় দল আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতেই পাওয়া যায় এই অভিনেত্রীকে ।

এদিকে কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ।

প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী । আর সেকথার জানানও দিয়েছেন তিনি । ফেসবুকে একটি রিল শেয়ার করে লিখেছেন, ‘আর্জেন্টিনা টিমের জয় উদযাপন ।

এর আগে, এবার যুক্তরাষ্ট্র সফরে নিজের একটি স্বপ্ন পূরণও করেছেন তিনি । আর সেই সেটি হলো বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ । সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে শেয়ারও করেছেন এই অভিনেত্রী ।

ছবিতে খুব হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে মেহজাবীনকে । সাদা প্যান্ট নীল লুরেক্স স্লিম নিট শার্ট এবং লো মেকআপ লুকে ভক্ত-দর্শকদের সামনে এসেছেন তিনি । নায়াগ্রা ভ্রমণের এসব ছবিতে মেহজাবীনের পাশে দেখা গেছে ছোটপর্দার আরেক অভিনেত্রী সাবিলা নূরকেও ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com