মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। আবাহনীর চেয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব পিছিয়ে যাচ্ছে। আরেকদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টানা পাঁচ জয় পেয়ে গেছে। পয়েন্ট তালিকায় সবার উপরে আছে। ৬ পয়েন্ট নিয়ে সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া মোহামেডানকে রানরেটে পিছনে ফেলে আবাহনী ইউল্যাব ক্রিকেট মাঠে মোসাদ্দেক হোসেন সৈকতের ৮৮, ওপেনার নাঈম শেখের ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৩৩ রান করে আবাহনী।
জবাব দিতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সিকান্দার রাজা (১০৭) সেঞ্চুরি হাকান। সাথে অভিষেক মিত্র ৮২ রানের ইনিংস খেলেন। তাতেও শাইনপুকুর জিততে পারেনি। ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৯৯ রান করে। আবাহনী ৩৪ রানে জিতে যায়। ৫ ম্যাচে ৩ জয় পায় আবাহনী। তাতে ৬ পয়েন্ট নিয়ে সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া মোহামেডানকে রানরেটে পিছনে ফেলে আবাহনী।
মোহামেডানকে সহজেই ৭২ রানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স
বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডানকে সহজেই ৭২ রানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচ হারে টানা তিন জয়ের পর হার হয় মোহামেডানের। তাতে করে আবাহনীর পেছনে পড়ে যায় মোহামেডান। আকবর আলীর অপরাজিত ৮৯ রানের সাথে ফরহাদ হোসেনের ৬২, মাহমুদুল হাসানের ৫৯, আকবর উর রেহমানের ৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৪৬ রান করে গাজী গ্রুপ। জবাবে ৪৪.১ ওভারে ২৭৪ রান করতেই গুটিয়ে যায় মোহামেডান। রনি তালুকদার ৮২, আরিফুল ইসলাম ৫৯ রান করেন। আল আমিন ৩ উইকেট শিকার করে নেন।
৫ উইকেট শিকার করে প্রাইম ব্যাংককে জিতিয়ে ম্যাচ সেরা হন রাজা
রেজাউর রহমান রাজা
বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটিতে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়। নাসির হোসেনের ৬৬, শাহাদাত হোসেনের ৬৪, শামসুর রহমানের ৬০ রানে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭৩ রান করে প্রাইম ব্যাংক। আবু হায়দার রনি ৪ উইকেট শিকার করেন। জবাবে ব্রাদার্স ইউনিয়ন জয়ের একেবারে কাছাকাছি চলে যায়। আমিনুল ইসলামের ৬২, সোহাগ গাজীর ৫৪ ও ধীমান ঘোষের ৫১ রানে জয় থেকে ২ রান দুরে থাকতে অলআউট হয়ে যায় ব্রাদার্স। ৪৯.৪ ওভারে ২৭২ রান করতেই গুটিয়ে যায়। রেজাউর রহমান রাজা এমনই অসাধারণ বোলিং করেন, শেষে ব্রাদার্স ইউনিয়নের ইনিংসে ধ্বস নামান। ২৬৮ রানের সময় আমিনুল ও রায়হানউদ্দিনকে আউট করে দেন। ৫ উইকেটও শিকার করে ম্যাচ সেরা হন রাজা।