বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রস্তুতি শেষে দেওয়া হবে বিশ হাজার হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী

প্রস্তুতি শেষে দেওয়া হবে বিশ হাজার হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী

আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর আয়োজনে প্রায় বিশ হাজার হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে। প্রস্তুতির শেষে দেওয়া হবে এসব ঈদ সামগ্রী।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার বোর্ডমিল এলাকায় তার নিজ বাসভবনে নেতাকর্মীরা খাদ্য সামগ্রীর পেকেটের প্রস্ততির কাজ করছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

জানা গেছে, প্রতিটি জেলা ও উপজেলা হতদরিদ্র‌ ও অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণে করার নির্দেশনা দেন কেন্দ্রীয় বিএনপি। তারি ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে চাল, ডাল, চিনি,দুধ, সেমাই, লুঙ্গি, শাড়ি সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণের পেকেট প্রস্তুতি চলছে। পেকেট প্রস্তুতির শেষ হলেই অসহায় ও হত দরিদ্রদের মাঝে দেয়া হবে ঈদ সামগ্রী।

কালিয়াকৈর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ জানান, প্রথমে বিশ হাজার অসহায় ও দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। পরের ধাপে আরও কয়েক হাজারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com