মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ রোজই জোরালো হচ্ছে। এর মধ্যেই অনশনে বসলেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার। আর্থিক পরিস্থিতির উন্নতি দাবি করে এবং তিন বছর আগে হওয়া ইস্টার আক্রমণের বিচার চেয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন ধাম্মিকা প্রসাদ। ভাল জনসমর্থনও পেয়েছেন তিনি। আর্থিক পরিস্থিতিতে এমনিতেই টলোমলো শ্রীলঙ্কা।
২০১৯-এ শ্রীলঙ্কায় ইস্টারের দিনে ভয়ঙ্কর জঙ্গি আক্রমণ হয়েছিল। মারা যান ২৬৯ জন। কিন্তু সেই আক্রমণ কারা করেছিল তার উত্তর এখনও অজানা। শুক্রবার প্রধানমন্ত্রীর সচিবালয়ের অদূরে অনশনে বসেন প্রসাদ। রাজাপক্ষের বিরোধী মানুষও তাঁর সঙ্গে যোগ দেন। পরে সাংবাদিকদের প্রসাদ বলেন, “ওই বোমার হামলায় নিহত সমস্ত নির্দোষ মানুষের বিচার চাই।”