সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২৮ এপ্রিল বৃহস্পতিবার গণভবনে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছিলেন ক্রীড়াজগতের কয়েকজনকে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে। প্রয়াত ফুটবলার ও সংগঠক বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় ও ঢাকা আবাহনী লিমিটেডের জেনারেল ম্যানেজার সুভাষ সোমের হাতে ফ্ল্যাটের দলিলপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অসুস্থ নারী ফুটবলার রুপা আক্তারকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্রের পাশাপাশি ৫ লাখ টাকার চেক, প্রয়াত ফুটবল কোচ শাফিনুর রহমান স¤্রাটের পরিবারকে ৩০ লাখ টাকা আর্থিক অনুদান (২৫ লাখ টাকার সঞ্চয়পত্র, বাকি পাঁচ লাখ চিকিৎসার জন্য চেক প্রদান)।
বাদল রায় ছিলেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ। তিনি তার খেলোয়াড়ি জীবনের পুরো সময় (১৯৭৭-৮৯) মোহামেডানের হয়ে খেলেছেন, যা বিরল। ১৯৮১ সালে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় তার।
বাদল রায় ২০২০ সালের ২২ নবেম্বর মৃত্যুবরণ করেন। ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করা বাদল ২০০৮-২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতিও ছিলেন।