শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু চায় লালমনিরহাটবাসী

লালমনিরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু চায় লালমনিরহাটবাসী। তবে যা পেয়েছেন তাতেই সন্তোষ্ট থাকার আহবান প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে লালমনিরহাট জেলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যুক্ত হয়ে সংযুক্ত থাকা কয়েকটি জেলার মানুষের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। এরপর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লালমনিরহাট-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর সাথে সারাসরি কথা বলেন। এ সময় মতিয়ার রহমান জেলাবাসীর পক্ষে বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে ছিল, তিস্তা নদীর দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করন ও বুড়িমারী স্থলবন্দর আধুনিকায়ন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন দ্রুত উদ্বোধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সরাসরি উদ্বোধনের মাধ্যমে লালমনিরহাটে প্রধানমন্ত্রীর পদধুলী প্রত্যাশা করেন। মুলত আগামী নির্বাচনের পরে নতুন সরকার গঠন করে লালমনিরহাটে প্রথম সফর করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানান জেলাবাসী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক দিয়েছি। যা পেয়েছেন তা নিয়ে আপাতত সন্তোষ্ট থাকেন। দীর্ঘ দিন পরে সদর আসন নৌকা প্রতীক পেয়েছে। নৌকায় ভোট দেন। ক্ষমতায় আসলে বাকী সব করা হবে।

এ সময় লালমনিরহাট মঞ্চে ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সূজিত রায় নন্দি, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি লালমনিরহাট ১ আসনের নৌকার প্রার্থী মোতাহার হোসেন, সমাজকল্যান মন্ত্রী লালমনিরহাট ২ আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com