রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাটংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালে উঠার লড়াইয়ে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে দুই দল। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টানা পঞ্চম বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে নিউজিল্যান্ড। হাতছানি টানা তৃতীয়বার ফাইনাল খেলার। তবে খুব একটা সহজ হবে না কিউইদের জন্যে। ভারত খেলছে নিজেদের মাঠে। যদিও একটা কুসংস্কার আছে ক্রিকেটে, এখন পর্যন্ত লিগ পর্বে অপরাজিত কোনো দল পারেনি ফাইনাল খেলতে।

অবশ্য খেলা শুরুর আগেই মাঠের উইকেট নিয়ে ছড়িয়েছে বিতর্ক। ভারতের বিপক্ষে সেমিফাইনালের উইকেট বদলে ফেলার অভিযোগ এক ব্রিটিশ গণমাধ্যমের।

দুই দলের একাদশে নেই কোনো পরিবর্তন। আগের ম্যাচের একাদশ নিয়েই ডু অর ডাই ম্যাচে মাঠে নেমেছে ভারত-নিউজিল্যান্ড।

ভারত একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্য কুমার, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রবিন্দ্র জাদেযা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, টম লাথাম, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, ডেরিয়েল মিচেল, রাচিন রবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, মিচেল সান্টনার, গ্লেন ফিলিপস, লুকি ফার্গুনসন ও টিম সাউদি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com