সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে এবার সেরা স্পিন আক্রমণ নিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ দল। আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন দারুণ ছন্দে থাকা অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের চোট পাওয়া আঙুলে চিড় ধরা পড়েছে। তার জায়গায় চট্টগ্রাম টেস্টের দলে এসেছেন অফস্পিনার নাঈম হাসান।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি ২৭ এপ্রিল বুধবার মিরাজের ছিটকে যাওয়ার খবর দিয়ে জানান, প্রাথমিক হিসেবে আঙুলের চোট থেকে সেরে উঠতে আপাতত তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। আমরা ব্যান্ডেজ করে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছি। ব্যান্ডেজ খোলার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া যাবে। এরপর আঙুলের অবস্থা বুঝে নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ। আঙুলের চোটে মাঠ ছেড়ে চলে যান মেহেদি হাসান মিরাজ। তবে পরের ম্যাচে মাঠে ফিরতে প্রস্তুত মুশফিক। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি মিরাজের ইনজুরির অবস্থা খুব একটা ভাল নয়। ক্যাচ নিতে গিয়ে পাওয়া চোটে আঙুলে চিড় ধরা পড়েছে তার। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইনজুড়িমুক্ত মুশফিকুর রহিম। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে ম্যাচে তামিম ইকবালের উড়িয়ে মারা একটি বল তালুবন্দী করতে গিয়ে আঙুলে চোট পান মিরাজ। এতে ব্যথায় কাতরাতে কাতড়াতে মাঠ ছেড়ে যান তিনি। সাভারেই একটি হাসপাতালে করানো হয় এক্স-রে। সেখানে চিড় ধরা পড়েছে।
একই দলের অভিজ্ঞ তারকা মুশফিক তার গোড়ালিতে চোট পান ফিল্ডিং করতে গিয়ে। মাঠেই বরফ দিয়ে প্রাথমিকভাবে ব্যথা উপশমের চেষ্টা করা হয়। তার চোটের মাত্রা বেশি নয়। তার পক্ষে আগামী ১৫ মে শ্রীলঙ্কা বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না।