মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:: জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে হাড়িয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের রাজধানী মাসকাটে দ্য হকি ওমান স্টেডিয়ামে পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭-২ গোলে। এই ম্যাচ জিতে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যুবারা।

থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যদি ওই ম্যাচে তারা হেরেও যায়, তারপরও বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ। আজকের খেলায় বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও আব্দুল্লাহ।

খেলার প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-১ গোলে। এ সময় গোল করেন জয় (৩ মিনিটে), আমিরুল ইসলাম (৬ মিনিটে) ও আব্দুল্লাহ (১৬ মিনিটে)। থাইল্যান্ডের পক্ষে গোল করেন চিউমকেউ।

দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল করে বাংলাদেশ। এবার গোল করেন মোহাম্মদ হাসান (৩৪ মিনিটে), মোহাম্মদ খান (৩৬ মিনিটে), জয় (ব্যক্তিগত দ্বিতীয় গোল ৩৯ মিনিটে) ও আব্দুল্লাহ (ব্যক্তিগত দ্বিতীয় গোল ৪৯ মিনিটে)। প্রতিপক্ষ থাইল্যান্ডের হয়ে একটি গোল করেন ফুমি (৩৫ মিনিটে)।

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারলেও বিশ্বকাপে কোয়ালিফাই করার আরো একটি সুযোগ থাকতো বাংলাদেশের। সেক্ষেত্রে সপ্তম স্থান নিশ্চিত করতে পরের ম্যাচে চীন বা কোরিয়ার বিপক্ষে খেলতে হতো বাংলাদেশকে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দল বাছাইপর্ব খেলে চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা করে নেবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com