বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনি সুন্দরী নাদিন

ফিলিস্তিনি তরুণী নাদিন আয়ুব

বিনোদন ডেস্ক:: বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে ফিলিস্তিন। প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে উঠতে যাচ্ছেন ফিলিস্তিনি তরুণী নাদিন আয়ুব।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫-এ তিনি ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।

গত ১৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাদিন আয়ুব বলেন, প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে অংশগ্রহণ করছি আমি। এতে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এটি কেবল একটি খেতাব নয়, বরং সত্য ও অস্তিত্বের প্রতিনিধিত্ব।

তিনি জানান, প্রতিযোগিতার মাধ্যমে তিনি বিশ্ব দরবারে ফিলিস্তিনি নারী ও শিশুদের কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে তুলে ধরতে চান। নাদিনের মতে, ফিলিস্তিনি নারীরা সংগ্রামের প্রতীকই নন, তারা স্বপ্ন, প্রতিভা, নেতৃত্ব ও পরিবর্তনের অগ্রদূত।

দুবাই ও রামাল্লার মধ্যে বসবাসরত নাদিন আয়ুব ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব জিতেছিলেন। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। ফলে এবারের প্রতিযোগিতায় তার অংশগ্রহণ ঘিরে ফিলিস্তিনিদের প্রত্যাশা তুঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com