শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

প্রথমবারের মতো বাংলাদেশি পাঁচ নারী আম্পায়ার আইসিসিতে

স্পোর্টস রিপোর্টার:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার বাংলাদেশি নারী আম্পায়ার। এ ছাড়াও এক বাংলাদেশি নারীকে ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশি নারী আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভূক্ত করে এক বার্তায় বিসিবিকে জানিয়েছে আইসিসি।

ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়া চার নারী আম্পায়ার হলেন— সাথিরা জাকের জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। আর ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হয়েছেন সুপ্রিয়া রানী দাস।

পুরুষ ও নারী আম্পায়ারদের মানোন্নয়নে আইসিসির সঙ্গে যুক্ত হয়ে নানা পদক্ষেপ নিয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটি। কদিন আগেই সাথিরা জেসি ও মিশু চৌধুরীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এর মধ্যেই এলো আইসিসির ডেভলপমেন্ট প্যানেলে বাংলাদেশি নারী আম্পায়ারদের যুক্ত করার সংবাদ। বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com