মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

প্রথমদিনে ডারবান টেস্টের দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩ রান, বাংলাদেশ নিয়েছে ৪ উইকেট

ডারবান টেস্টের প্রথমদিনে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩ রান, বাংলাদেশ নিয়েছে ৪ উইকেট অসাধারণ এক রান আউট করার পর মেহেদি হাসান মিরাজ ও মুমিনুল হকের উল্লাস ছবি ॥ ক্রিকইনফো

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ৩১ মার্চ বৃহস্পতিবার টসে জিতে বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সাইট স্ক্রিন প্রস্তুত না থাকায় অবশ্য খেলা আধঘন্টা দেরিতে শুরু হয়। খেলা শুরু হওয়ার কথা দুপুর ২টায়। খেলা শুরু হয় আড়াইটায়। ডারবানের কিংসমিডে প্রথম টেস্টের প্রথমদিনে দক্ষিণ আফ্রিকা ২৩৩ রান করেছে। বাংলাদেশ নিতে পেরেছে ৪ উইকেট। তাতে করে টেস্টের প্রথম দিনটি বাংলাদেশ নিয়ন্ত্রণে নিতে পারেনি। অধিনায়ক ও ওপেনার ডিন এলগার শুরুতে ৬৭ রানের ইনিংস খেলেন। এরপর ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের খালেদ আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন ১টি করে উইকেট শিকার করেন।

ওপেনার তামিম ইকবাল ও শরিফুল ইসলাম ম্যাচ খেলার জন্য পুরো ফিট নন। তাই এই দুইজনকে ছাড়াই টেস্ট খেলতে নামতে হয় বাংলাদেশ দলকে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার সুযোগ পেয়ে ভালোই কাজে লাগাচ্ছে। শুরু থেকেই ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে। টেস্ট মেজাজেই ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার এলগার ও সারেল এরউই। দুইজন মিলে দলকে শতরানের জুটি উপহার দেন। অবশ্য এরআগেই জুটি ভাঙ্গতে পারত। যদি মেহেদি হাসান মিরাজের বলে এরউইয়ের ক্যাচটি লুফে নিতে পারতেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। কিন্তু দলের ৯৫ রানের সময় ৩২ রানে থাকা এরউই বেচে যান। তবে খুব বেশিদুর যেতে পারেননি। ৪১ রান করে দলের ১১৭ রানে আউট হন এরউই। মিরাজই তাকে বোল্ড করে দেন। এরআগেই কাজের কাজটি করেন পেসার খালেদ আহমেদ।

জুটি ভাঙ্গছিল না। খালেদের গতির কাছে শেষে হার মানেন এলগার। দলের ১১৩ রানে গিয়ে খালেদের বলে লিটনের কাছে ক্যাচ আউট হন। আউট হওয়ার আগে ১০১ বলে ১১ চারে ৬৭ রান করে এলগার। প্রথম সেশনটি কোন উইকেট না হারিয়ে কাটালেও দ্বিতীয় সেশন শুরুর কিছুক্ষনের মধ্যেই ২ উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার। এলগারকে আউট করে দিয়ে উইকেট পড়ার যাত্রা শুরু করে দেন খালেদ। এরপর মিরাজও একটি উইকেট শিকার করে নেন।

দুই উইকেট পড়ার পর দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে আরেকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এবার কিগান পিটারসেনকে (১৯) আউট করে দেন মিরাজ। অসাধারণ এক থ্রোতে রান আউট করেন মিরাজ। প্রথম সেশনে ৯৫ রানে থাকে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে ১৬৫ রান স্কোরে যোগ হয়। টে¤॥^া বাভুমা উইকেটে থাকেন। তাতে বড় সংগ্রহ হওয়ার ভয়ও থাকে। বাভুমা সেই কাজটি করেও দেন।

অভিষিক্ত রায়ান রিকেলটনকে নিয়ে বাভুমা ভালোভাবেই এগিয়ে যেতে থাকেন। দুইজন মিলে দ্বিতীয় সেশন শেষ করেন। তৃতীয় সেশনও খেলছিলেন। কিন্তু মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ইতিহাস গড়া জয় এনে দেওয়া পেসার এবাদত হোসেন এবার নিজের ছন্দ যেন খুজে পান। রিকেলটনকে (২১) আউট করে দেন এবাদত। তাতে করে ১৮০ রানেই ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে এরপর যে ১০৪ বলে হাফসেঞ্চুরি করে ফেলা বাভুমা ও কাইল ভেরেইন মিলে দলের ভরসা হয়ে দাড়ান, দুইশ রানের দলকে সহজেই নিয়ে যান।

দুইজন মিলে দলকে ৫০ রানের জুটিও উপহার দিয়ে ফেলেন। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর যে মজবুত হতে চলেছে, তা বোঝা যায়। আড়াইশ রানের কাছে চলে যায় দক্ষিণ আফ্রিকা। এরআগে বাংলাদেশ একাধিক রিভিউ হারায়। যখন দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ৭৬.৫ ওভারে ২৩৩ রান করে তখন আলো স্বল্পতা দেখা দেয়। তাতে করে আর বল মাঠে গড়াতে পারেনি। প্রথমদিনের খেলা শেষ হয়। বাভুমা ও ভেরেইন (২৭*) মিলে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়েন। আগামীকাল এই দুইজন দলকে আরও বড় সংগ্রহ এনে দিতে ব্যাট হাতে নামবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com