শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ রায়ের বাড়ীর পারিবারিক কালী মন্দীরে রক্ষিত কালী প্রতিমাসহ কয়েকটি মুর্তি ভাংচুরের প্রতিবাদে এবং অপরাধির শ্বাস্তির দাবিতে বাগাট ইউনিয়ন পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বাগাট ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খানের সভাপতিত্বে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দোষির শাস্তি ও আইনের আওতায় আনার দাবী করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেবপ্রসাদ রায়,মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী খান, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সভাষ রায়, সাধারন সম্পাদক সুখেন মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা ও উপজেলা পুরহিত পরিষদের সাধারন সম্পাদক দিলিপ কুমার আচার্য্য প্রমুখ।
উল্লেখ, ৮ এপ্রিল গভীর রাতে কে বা কারা পারিবারিক কালী মন্দীরে রক্ষিত কালী প্রতিমাসত অন্যান্য প্রতিমা ভাংচুর করে।