বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
“নবাবগঞ্জ বাজারের ইজারাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ” শিরোনামে ১০ মে একটি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন নবাবগঞ্জ বাজার ইজারাদার হুমায়ন চৌধুরী।
তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ পরিবেশন করা হয়েছে। চলতি বছরের পহেলা বৈশাখ বাজারটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পাই। মাত্র ২০/২৫ দিনের মধ্যেই আমার দুর্নীতির কি দেখলো তা আমি জানি না। এটা মনগড়া অবৈধ সুবিধা নিতে না পেরে আমার ব্যক্তিগত ইমেজ ও পারিবারিক সম্মান ক্ষুন্ন করতে করা হয়েছে।
আমি হুমায়ন চৌধুরী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাজারের দোকান বিক্রির কোনো ঘটনায় আমি জড়িত নই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রকাশে দাবি জানাই। সাংবাদিকরা আমার বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে সেটা লিখবে। কিন্তু শুধু মানহানি করার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ দিলে ভবিষ্যতে আইনগতভাবে তা মোকাবেলা করা হবে।
নিবেদক
মো. হুময়ান চৌধুরী
ইজারাদার নবাবগঞ্জ হাট বাজার
নবাবগঞ্জ,ঢাকা