মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট পৌরসভা নির্বাচনে জয়ী হতে স্বতন্ত্র মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপন ৩২টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
রবিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে নিজ বাসভবনে তার এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
আগামী ১৪ ফেব্রুয়ারী লালমনিরহাটে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের পৌরসভার নির্বাচন। পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী রেজাউল করিম স্বপনের ৩২টি নির্বাচনী ইশতেহার ঘোষাণার সময় তার মা, বোন, স্ত্রী, পরিবারের স্বজন, শুভাকাঙ্খী ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট পৌরসভার নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে (স্বতন্ত্র) মেয়র পদপ্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন উপস্থিত সাংবাদিকদের সামনে তার লিখিত ইশতেহারে বলেন, নির্বাচনে জয়ী হলে লালমনিরহাট পৌরসভাকে দেশের অন্যতম সেরা নাগরিক বান্ধব পৌরসভা হিসেবে গঠন করা। গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে ৯০ কার্যদিবসের কর্মসুচি বাস্তবায়ন গ্রহন, পুরো পৌরসভাকে ডিজিটাল ও সিসি টিভির আওতায় নিয়ে আসা, জলাবদ্ধতা দুরকরণ, ফ্রি মেডিকেল, ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ, মসজিদ মন্দিরের ইমাম ও পুরোহিতদের সম্মানীর ব্যবস্থা করা, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, নগরবাসীর সাথে আলোচনা করে ভ্যাট ট্যাক্স নির্ধারণ, মুক্তিযোদ্ধাদের পৌরকর শিতিল করণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের সহযোগীতা করা, বাল্যবিয়ে ও যৌতুক কঠোর ভাবে বন্ধ করা, খেলাধুলার মাঠ উন্নয়ন, গাড়ী পার্কিং, সড়কের যানজট কমানো এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস রেখে নগর পরিচালনাসহ ৩২টি ইসতেহার ঘোষনা করেন।
ইশতিহার পাঠ শেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বপন বলেন , কয়েকটি ওয়ার্ডে তার নেতাকর্মীদের প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে। তাদেরকে হুমকি দেয়া হচ্ছে, কর্মীদের নামের তালিকা করছেন ভোটের পর দেখে নেয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগীতা করলে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।
স্বপন বলেন, সাধারন নাগরিকদের আশ্বাসে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিক নিয়ে নির্বাচন করছি। আর এতে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবো ইনশাআল্লাহ।