মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: দোহার উপজেলা পরিষদের বিভিন্ন গাছে গাছে ঝুলছে দলীয় ব্যানার, ফেষ্টুন ও পোষ্টার। এসব দেখে অবাক হন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। নিজের, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমানের সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি দেখে অনেকটাই চটে গেলেন তিনি।
এতেই তিনি ক্ষ্যান্ত হননি। দোহার উপজেলা পরিষদের মধ্যে এতো ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে পরিষদকে বানিয়ে ফেলেছেন রাজনীতির ময়দান। তাই নিজ হাতে তা খুলে ফেললেন এবং নেতাকর্মীদের নির্দেশ দিলেন বাকি পোষ্টার ফেষ্টুন ও ব্যানার সরাতে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় দোহার উপজেলার জয়পাড়া কলেজে একটি অনুষ্ঠান শেষে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক উপজেলা পরিষদের মধ্যে এমন দৃশ্যে দেখে ক্ষেপে যান। এবং দলীয় নেতাকর্মীকে নিয়ে তা খুলে ফেলেন। নির্দেশ দেন এভাবে কখনো উপজেলা পরিষদের মধ্যে দলীয় ব্যানার, ফেস্টুন ও পোষ্টার যাতে না লাগানো হয়।
পোস্টার ফেস্টুন ব্যানার সরালেন ঢাকা জেলা বিএনপি সভাপতি!
এসময় তিনি নেতাকর্মীদের বলেন, যদি কোন নেতাকর্মী উপজেলা পরিষদের ভেতরে রাজনৈতিক পোস্টার, ব্যানার টাঙ্গান এবং বিভিন্ন অকারেন্স (অপরাধ) করে দলীয়ভাবে পোস্টার টাঙ্গিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেন তাহলে দল তার কোনো দায়িত্ব নিবে না।