শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

পোলার আইসক্রীম ২৭তম স্কুল হ্যান্ডবল শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত “পোলার আইসক্রীম ২৭ তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট (বালক ও বালিকা)-২০২২”-এর উদ্বোধনী অনুষ্ঠান ২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ মাসুদ ইমাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানীত সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ সভাপতি জনাব গোলাম হাবিব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনী খেলার সহ অনান্য খেলার ফলাফল ॥ টুর্ণামেন্টের উদ্বোধনী খেলাটি বালক বিভাগের আইডিয়াল স্কুল এন্ড কলেজ বনাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ১৪-১১ গোলে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৭-০৬ গোলে এগিয়ে ছিল।

বালক বিভাগের খেলাগুলো শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

১) সকাল ৮ টায় অনুষ্ঠিত খেলায় সানিডেল স্কুল ৩১-০৫ গোলে মডেল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-০২ গোলে এগিয়ে ছিল।

২) সকাল ৯ টায় অনুষ্ঠিত খেলায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ২২-০৫ গোলে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৪ গোলে এগিয়ে ছিল।

৩) সকাল ১ টায় অনুষ্ঠিত খেলায় মাইলস্টোন কলেজ ১৮-১৫ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৯-০৫ গোলে এগিয়ে ছিল।

৪) সকাল ১১ টায় অনুষ্ঠিত খেলায় সেন্ট গ্রেগরী হাই স্কুল ৪১-০৩ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-০০ গোলে এগিয়ে ছিল।

বালিকা বিভাগের খেলাগুলো শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়
১) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত খেলায় কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১১-০৬ গোলে মাইলস্টোন কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৪-৩ গোলে এগিয়ে ছিল।

২) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত খেলায় শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ২০-০০ গোলে সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৯-০০ গোলে এগিয়ে ছিল।
৩) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত খেলায় সানিডেল স্কুল ২৯-০০ গোলে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-০০ গোলে এগিয়ে ছিল।
৪) দুপুর ১ টায় অনুষ্ঠিত খেলায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ ১২-৩ গোলে শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৭-১ গোলে এগিয়ে ছিল।
৫) দুপুর ৩ টায় অনুষ্ঠিত খেলায় কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১৮-০০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৮-০০ গোলে এগিয়ে ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com