বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

পূবালী ব্যাংক থেকে শেখ হাসিনার লকার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকার জব্দ করা হয়েছে।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন, ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের লকার নং ১২৮ জব্দ করা হয়েছে। লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। লকারটি জব্দ করতে সিআইসির একটি বিশেষ টিম কার্যক্রম পরিচালনা করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। লকারটি এখনো খোলা হয়নি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এটা খোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com