রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের ফুফাতো বোন!

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আপাতত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা। এদিকে জোর গুঞ্জন উড়ছে, ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন আল্লু অর্জুনের ফুফাত বোন নীহারিকা কোনিড়েলা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমায় উপজাতি এক মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সাই পল্লবীকে। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখান করেন তিনি। এ চরিত্রের জন্য অভিনেত্রী নীহারিকা কোনিড়েলাকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

অভিনেত্রী নীহারিকার বাবা দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগা বাবু, নীহারিকার কাকা অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যান, চাচাতো ভাই অভিনেতা রাম চরণ, ফুফাতো ভাই আল্লু অর্জুন।

টেলিভিশন শো উপস্থাপনার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন নীহারিকা। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘ওকা মানাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরের বছরই তামিল সিনেমায় অভিষেক হয় তার। নীহারিকা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সাইরা নরসিমহা রেড্ডি’। ২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পায় এটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com