বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে অভিযান চালিয়ে ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আদমি থানায় মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলীর(৩৬) বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মহিষতুলি এলাকার নিজ বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলী উপজেলার মহিষতুলি এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে।
আদমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আজিজার রহমান ও সঙ্গীও ফোর্স সহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ১৩২ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। পরে আজমারি থানায় পলাতক মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।