শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক, একুশের কন্ঠ : বাংলাদেশ আয়োজিত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী জুনে। এরপর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দল নিয়ে এবার বাংলাদেশে বসবে এই বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনকে তাই মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় নারী দল।

যদিও আসন্ন এই সফরে কয়টি ম্যাচ খেলবে কিংবা সফর সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শোনা যাচ্ছে দশ দিনের সফরে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে দুই দল।

শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।’

এর আগে ভারতীয় নারী ক্রিকেট দল দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। এবারও প্রস্তুতি নিতে হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানারা আসবেন বাংলাদেশে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com