বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:১০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি বাবা হয়েছেন। স্ত্রী আনশা আফ্রিদির কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। এই দম্পতি প্রথম সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার।
শনিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালে এই সুসংবাদ আসে।
প্রথম সন্তানের বাবা হওয়ায় সতীর্থ এবং ভক্তদের কাছ থেকে সামাজিকমাধ্যমে উষ্ণ শুভেচ্ছা পেয়েছেন শাহিন আফ্রিদি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করে রোববার রাতে বাড়ির উদ্দেশে রওনা দেবেন আফ্রিদি। পরে দ্বিতীয় টেস্টে (৩০ আগস্ট) এসে আবার যোগ দিবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেন শাহিন আফ্রিদি। সেই সময় বেশ জমাকালোভাবে বিয়ের আয়োজন করা হয়। যেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার।