শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

পুত্র সন্তানের বাবা হলেন সিয়াম

বিনোদন ডেস্ক:: বাবা হয়েছেন ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

সিয়াম আহমেদের একটি পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সাথে তোলা একটি ছবি পোস্ট করেন সিয়াম। ছবিতে দেখা যায়, স্ত্রীর পেটে চুমু দিচ্ছেন তিনি। আর মুচকি হেসে অবন্তী তাকিয়ে আছেন তার দিকে।

ছবির ক্যাপশনে সিয়াম লেখেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সাথে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।’

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com