রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে ফুপু ভাস্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউপি`র ৯নং ওয়ার্ডের আরাজী দুলেপুর গড়পাড়া নামক গ্রামে শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুকুরের পানিতে গোসলের সময় দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত্যুরা হলেন- আরাজি দুলেপুর গড়পাড়া নামক গ্রামের মালা রায় ও জোসনা বেগমের মেয়ে ময়না (১০) ও একই গ্রামের মহেন এবং ভারতী রানীর মেয়ে মল্লিকা রানী (১৩)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট্ট ভাতিজা পুকুরে গোসল করার সময় গভীর পানিতে চলে গেলে সাতার না জানা দুই ফুপু ও বোন তাকে উদ্ধার করতে গেলে তারাও গভীর পানিতে তলিয়ে যায়।
এদিকে ময়নার বাবা মালা রায় কাজ থেকে ফেরার পথে চিৎকার শুনতে পেয়ে পানিতে নেমে যায় এবং মেয়ে কে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে। মল্লিকা রানীর মা ভারতী রানী চিৎকার শুনতে পেয়ে মেয়েকে খোঁজ করতে গেলে পানিতে নেমে যায় এবং মেয়ের ওড়না খুঁজে পায়। এবং প্রায় ২০ মিনিট খোজাখুজির পরে মৃত অবস্থায় মল্লিকাকে খুঁজে পায় পরিবারের লোকজন। পরে নেকমরদ বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন।
ময়নার বাবা মালা রায় বলেন, আমি কাজ থেকে ফেরার পথে একজন ছোট্ট বাচ্চা চিৎকার করে আমাকে বলে আমার মেয়ে পানিতে পড়ে গেছে তখন আমিও পানিতে নেমে যায় এবং খোঁজাখুঁজি করে মেয়েকে খুঁজে পাই।
অপরদিকে মল্লিক রানীর মা ভারতী রানী বলেন, মেয়েরা প্রতিদিন গোসল করতে যায় পুকুরে আমি বারবার নিষেধ করা সত্ত্বেও তারা আবারও গোসল করতে গেছে, কিছুক্ষণ পর আমি চিৎকার শুনতে পেলে সেখানে গিয়ে দেখি ময়না কে মৃত অবস্থায় খুঁজে পেয়েছে এবং আমার মেয়েকে আমি খুঁজতে থাকি এবং এক পর্যায়ে আমি আমার মেয়ের উড়না খুঁজে পাই পরে এলাকার লোকজন খোঁজাখুঁজির প্রায় ২০ মিনিট পরে আমার মেয়েকে খুঁজে পাই। একই ঘটনায় প্রিতি নামে আর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে যানা গেছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছেছি। ওসি আরও জানান পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।