বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রামে গরুকে গোসল করাতে নেমে পুকুরের পানিতে ডুবে রিফাত হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাঠালতলি এলাকায় তার লাশ পুকুর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে রোববার (২১ মে) বিকালে পুকুরের গরুকে গোসল করাতে নেমে সে নিখোঁজ হয়।
নিহত কিশোর রিফাত হোসেন শ্রীরামপুরে ইউনিয়নের কাঠালতলী গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বিকেলে গরুকে নিয়ে স্থানীয় একটি পুকুরে গোসলে নামে সিফাত। এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন পাটগ্রাম ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের খবর দিলে তারা খোঁজাখুঁজি করে। এর পর সোমবার দুপুরে তার লাশ পুকুর থেকে উদ্ধার করে।
পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, রাত ১১টায় খবর পেয়ে আজ সোমবার সকাল থেকে কয়েক ঘন্টা খোঁজাখুজির পর আমাদের ফায়ারসার্ভিস দল ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেননি।