রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি:: খালিয়াজুরী উপজেলার মুসলিমপুর গ্রামের পশ্চিম পাড়ায় শুক্রবার (২ জুন) বিকেলে এবং চাকুয়া ইউনিয়নের ফরিদপুরের গ্রামে শনিবার সকালে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে পানিতে শিশু নুসরাত খেলা করছিল। তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বিকাল চারটার দিকে পাশের পুকুরে পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন শিশু নুসরাতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের অজান্তেই পানিতে পড়ে যায় শিশুটি। শিশু নুসরাত মুসলিমপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার হেলাল মিয়ার মেয়ে
অপরদিকে, উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুরের গ্রামে দুই বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশের ও স্থানীয়দের তথ্য মতে জানা যায়, শনিবার (৩ জুন) আনুমানিক সকাল আটটা থেকে নয়টার মধ্যে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটি অত্র উপজেলার ফরিদপুর গ্রামের নতুন পাড়া এলাকার মোঃ সাকির মিয়ার ছেলে মোঃ ইজাজুল (২)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল বাশার ঘটনা দুটি’র সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই শিশু দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।