রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

পিএসএলে সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) নবম আসরের ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (২৫ নভেম্বর) রাতে পিএসএল তাদের এক্স-এ (সাবেক টুইটার) সাকিবের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে।

এবারের আসরে ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। তাতে বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন একমাত্র সাকিবই। যে ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।

ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আরও আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। বাকি চার ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কারা আছেন সেটা জানানো হয়নি।

এর আগেও পিএসএলের তিনটি আসরে খেলেছেন সাকিব। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং সবশেষ আসরে খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। তবে সবশেষ আসরে মাত্র একটি ম্যাচ খেলেই পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে যান এই অলরাউন্ডার।

পিএসএলের এবারের আসর কবে হবে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু না জানা গেলেও ক্রিকেট পাকিস্তান সহ পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। নিলাম আয়োজনের সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com