সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: আন্তর্জাতিক ক্রিকেট রাঙানো রিশাদ হোসেনের বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক এসেছিল আগেও। তবে জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় আর খেলতে পারেননি। শেষমেশ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়েই বিদেশি লিগে অভিষেক হলো বাংলাদেশি এই লেগ স্পিনারের। আর অভিষেক ম্যাচেই আগুনে বোলিং করলেন এই দীর্ঘদেহী ক্রিকেটার।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হেরে গিয়েছিল রিশাদের দল লাহোর কালান্দার্স। সেই ম্যাচে একাদশে জায়গা হয়নি রিশাদের। তবে দ্বিতীয় ম্যাচে তাকে ঠিকই একাদশে ফেরায় শাহিন আফ্রিদিদের দল। আর ফিরেই ৩ উইকেট নিয়ে লাহোরকে জেতাতে রাখলেন বড় ভূমিকা। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর।
প্রথমে ব্যাট করে রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। ওভারের চতুর্থ বলে তুলে মেরেছিলেন তিনি। তবে একাধিক রানের সুযোগ থাকলেও ১ রান নিয়ে স্ট্রাইক দেন বিলিংসকে।
রিশাদকে সপ্তম ওভারে বোলিংয়ে আনেন লাহোর অধিনায়ক শাহিন। ৬২ রানের মধ্যে ৪ উইকেট হারালেও কোয়েটার রান রেট মন্দ ছিল না। প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। নিজের করা পরের ওভারের চতুর্থ বলে রাইলি রুশোর কাছে ছক্কা হজম করেন বাংলাদেশি এই বোলার। প্রতিশোধ আসে পরের বলেই। দুর্দান্ত এক গুগলিতে বোল্ড করেন প্রোটিয়া ব্যাটারকে। কোয়েটার সেরা ব্যাটার রুশো ১৯ বলের ৪৪ রান করে ফেরেন।
এদিন টানা ৪ ওভার বোলিং করেন রিশাদ। নিজের তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলেও চতুর্থ ও দলীয় ১৩তম ওভারে ২ উইকেট পান রিশাদ। ওভারের প্রথম বলে দুর্দান্ত একটি লেগ স্পিনে বোল্ড করেন মোহাম্মদ আমিরকে। আর চতুর্থ ওভারে বাউন্ডারি মারতে গিয়ে তার বলে ক্যাচ তুলে দেন আবরার আহমেদ। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় কোয়েটা।
ম্যাচ শেষে রিশাদের বোলিং ফিগার দাঁড়ায়: ৪-০-৩১-৩। আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে লাহোর। ওইদিন লিটন দাসদের করাচি কিংসের মুখোমুখি হবেন রিশাদরা। যদিও ইনজুরির কারণে ছিটকে গিয়ে দেশে ফিরে আসতে হয়েছে লিটনকে।