সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২ টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল আগামী মাসে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে। সেজন্য ইতোমধ্যেই প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। সেই দল থেকে ছিটকে পড়েছেন সর্বশেষ দুই সিরিজে দলে থেকেও না খেলতে পারা টেস্ট স্পেশালিস্ট ডানহাতি পেসার আবু জায়েদ রাহী। আর সেজন্য তিনি অভিযোগ করেছেন, লবিং না থাকার কারণেই ছিটকে গেছেন তিনি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দাবি করেছেন, জাতীয় দলে খেলার জন্য লবিংয়ের কোন সুযোগ নেই এবং পারফর্ম করেই জায়গা করে নিতে হবে। এবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ১৫ ম্যাচে ১১৩৮ রান করে বিশ^রেকর্ড গড়েছেন এনামুল হক বিজয়।
এছাড়া ৮ ম্যাচ খেলেই ৯৬.৬০ গড়ে ৪৮৩ রান করে বিস্ময়ের জন্ম দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এই দু’জনের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে মাশরাফি মনে করছেন বিজয়-সোহানের এখনই উপযুক্ত সময় জাতীয় দলে খেলার। কিছুদিন আগেই রাহী টেস্ট দল থেকে ছিটকে গিয়ে নানা অভিযোগ করেছেন। তার মধ্যে নিজের লবিং না থাকার বিষয়টিও তুলে এনেছেন।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘জাতীয় দলে লবিংয়ের সুযোগ নেই। ২২ গজে আপনি পারফর্ম করবেন, আপনি খেলবেন। দিনশেষে এখানে আবেগের কোন জায়গা নেই। আপনাকে শতভাগ পেশাদার হতে হবে, পারফর্ম করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে, এখন হয়তো রাহীর যাচ্ছে। আমি আশা করব এত আলোচনা না করে সে লড়াই করবে।’
এখন বিজয়-সোহানরা যে বয়সে আছে, ক্রিকেটে ২৮ থেকে ৩২-৩৪ বছর বয়সের একটা সময় থাকে, এখন কিন্তু ওরা ঐ বয়সে রয়েছে। তাই শুধু সিনিয়র খেলোয়াড়দের কথা চিন্তা না করে যদি ওদের কিছু ম্যাচে সুযোগ দেওয়া যায়, আমার মনে হয় ওরা ভাল করবে। কারণ ঐ যে বললাম, একটা বয়সের পর ঐ উদ্যম আর ওদের ভেতরে থাকবে না, যখন সুযোগ না পাবে। এখন ওদের বয়স পারফর্ম করার। এই সময়টায় ওদের মূল্যায়ন করা উচিত।’