বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ১৪ দিন পর উৎপাদনে ফিরলো

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ১৪ দিন পর উৎপাদনে ফিরলো

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ১৪ দিন পরে আবারও উৎপাদনে ফিরেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) শেষ বিকালে কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

তিনি বলেন, ‘পিডিপির অনুমোদন পাওয়ার পরই আমরা প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি। এর আগে তাদের নির্দেশক্রমে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। আমাদের দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করছি, জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।’

উল্লেখ্য, এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com