শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
আশরাফুল আবেদীন, ঈশ্বরদী পাবনা::
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত নির্বাচনে অংশগ্রহন করছেন আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী যথাক্রমে- আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব ও রেজাউল করিম খোকন।
বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচন চলাকালীন সময় বেলা ১১টার দিকে তাঁর বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলা হওয়ার কারনে সুষ্ঠ পরিবেশ বিনষ্ট হয়েছে বিধায় এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন দাবী করছি।
অপরদিকে, আওয়ামীলীগ প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস বলেন, নির্বাচনে প্রচুর পরিমানে ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে পরিবেশ অবাধ সুষ্ঠ রয়েছে কোথাও কোনো রকম অপ্রিতীকর ঘটনা ঘটেনি এবং নির্বাচন সুষ্ঠ হচ্ছে বলে আমি মনে করি।