শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী থেকে॥
বুধবার বিকেলে পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির মনোনীত প্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
অন্যদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পাটির মনোনীত প্রার্থী রেজাউল করিম আটঘরিয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের সাথে পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান লাল, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়া ও ছেলে গালিবুর রহমান শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইভাবে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সাথে সাবেক এমপি আব্দুল বারী সরদার, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান মহিলা দলের কেন্দ্রিয় নেত্রী মিরু ও নারী নেত্রী ডলিসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থি ছিলেন।
অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীর সাথেও তার সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল করার আগে উৎসব মুখর পরিবেশে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক প্রার্থীর সমর্থনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।