বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

পাবনায় নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি:: পাবনার ঈশ্বরদী উপজেলায় খেঁজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে খোকন মালিথার (৪২) মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৮) দুপুরে পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান নিপাহ ভাইরাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত খোকন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের রোস্তম আলী মালিথার ছেলে। রোস্তম আলী মালিথা ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে বাড়ির পাশের খেঁজুরের বাগান থেকে খেঁজুরের রস খেয়ে খোকন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর রাজশাহীতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জানুয়ারি) রাতে মারা যান খোকন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী পৌরসভার মেয়র নিহত ব্যক্তির চাচা ইসহাক আলী মালিথা বলেন, খেঁজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গত রাতে খোকন মারা গেছে। আজকে দুপুর ১২টার দিকে জানাজা শেষে দাফন করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খানম বলেন, খোকন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়িতে গিয়ে এলাকাবাসীসহ সবাইকে সচেতন করা হয়েছে। খেঁজুরের কাঁচা রস খাওয়া থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘খোকনের নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। মেডিকেল টিমের রিপোর্ট ঢাকায় পাঠাতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত মাসের আইনশৃঙ্খলার মিটিংয়ে খেঁজুরের রস না খাওয়ার বিষয়ে আলোচনা করা হয়। রস না খাওয়ার জন্য মাইকিং, লিফলেটসহ সতর্ককরণ কর্মসূচি পালন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com