বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

পাবনা প্রতিনিধি:: পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামে দুই জন নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হোটেলে নাস্তা করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ি গলির আরমান শেখের ছেলে ও মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে।

নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে নাস্তা করার জন্য হোটেলে গিয়েছিলেন দুজন। হোটেলের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এসে ছুরিকাঘাত করে। পরে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com