বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার ভোরে নাটোর জেলার সিংড়ায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার বেলতা গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে দুলাল চন্দ্র সরকার (৩০), আবুল তালুকদারের ছেলে শামিম তালুকদার (৩২) এবং একই থানার বিয়াস পাড়া গ্রামের আয়োজদি প্রামানিকের ছেলে বেলায়েত প্রামানিক (৩২)।
আজ বুধবার বিকেলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন চৌপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মূর্তি অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয় এর সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এসময় মূর্তিটি উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৩৬ কেজি। এ ছাড়াও তাদের নিকট হতে দুটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।