মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি যুবক আবুল কালাম আজাদ (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝলঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এর আগে ভোরের দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫ টার দিকে ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামে সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়লে আবুল কালাম আজাদের গলা ও মাথায় ছোঁড়া রাবার বুলেটে জখম হয়ে আহত হয়। তার সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণে পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের (সিও) সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com