বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মমতা বেগম (৪০) ভারসাম্যহীন (প্রতিবন্ধী) নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধবলসুতী হরিসভা খানপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতা বেগম উপজেলার ধবলসুতী এলাকার বাসিন্দার মৃত বদির উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত মমতা বেগম দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় ছিল। কানে না শোনার কারণে রেল লাইনে হাঁটার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেল লাইনের পার্শ্বে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মমতার নিথর দেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পাটগ্রাম থানায় সংবাদ দেন। নিহত মমতা ২০ থেকে ২৫ বৎসর ধরে তার বড় ভগ্নিপতির বাড়িতেই থাকতেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ট্রেনে কাটা পড়ে মমতা বেগম নামে একজনের মৃত্যু খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জিআরপি থানায় অবগত করা হবে তারাই পরবর্তী আইননুক ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com