সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

পাটগ্রামে এলজিইডি’র ১ কোটি ১০ লক্ষ টাকার কাজে অনিয়ম, বাধা দেয়ায় প্রকৌশলীকে বদলীর হুমকি

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)থর সহকারী প্রকৌশলী আব্দুর রহিমকে বদলীর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেলের বিরুদ্ধে। ওই সহকারী প্রকৌশলীর অভিযোগ, রুবেলের ঠিকাদারী কাজের অনিয়ম ধরলে তাকে খাগড়াছড়ি বদলীর হুমকি দেয়া হয়। তবে যুবলীগ নেতা আবু নাঈম জাহাঙ্গীর রুবেল ওই সহকারী প্রকৌশলীকে বদলীর হুমকি দেয়ার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট থেকে মোল্লারবাজার পর্যন্ত এলজিইডিথর আওতায় দুই হাজার ৫শত মিটার সড়ক পাকা করণের ঠিকাদারী দায়িত্ব পান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেল। ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ওই সড়কের তদারকির দায়িত্বে রয়েছে পাটগ্রাম এলজিইডিথর সহকারী প্রকৌশলী আব্দুর রহিম।

সহকারী প্রকৌশলী আব্দুর রহিমের অভিযোগ, সড়ক নিমার্ণে নিম্নমানের ইট ব্যবহারের পাশাপাশি কাজে ঠিকাদারের নানা অনিয়ম তিনি ধরিয়ে দেয়। এতে যুবলীগ নেতা রুবেল ক্ষিপ্ত হয়ে সাবেক একজন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে তাকে খাগড়াছড়ি বদলীর হুমকি দেয়। তার হুমকি-ধামকির কারণে সরকারী কাজে তদারকির করতে সমস্যা হচ্ছে তার।

সোমবার (২৫ এপ্রিল) সড়ে জমিনে নিমার্ণাধীন ওই সড়কে গেলে নিম্নমানের ইট ব্যবহারসহ নানা অভিযোগও করেন স্থানীয়রা।

তারা জানান, ঠিকাদার সরকারী দলের প্রভাবশালী নেতা হওয়ায় ঝমেলায় না পড়তে অনেকেই অনিয়মের প্রতিবাদ না করে চুপ রয়েছে। তবে সহকারী প্রকৌশলী আব্দুর রহিমকে বদলীর হুমকির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে যুবলীগ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেল বলেন, টাকা পেলে ৩ নম্বর ইট ১ নম্বর ইট হয়ে যায়। টাকা না দিলেই যত অভিযোগ। আমি যুবলীগরে সম্পাদক হিসেবে দলীয় প্রভাবে নয়, একজন ঠিকাদার হিসেবে সকল নিয়ম মেনেই কাজ করছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বললে আমার কাজের মান কেমন হয় জানতে পাবেন।

পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহাবুব-উল-আলম বলেন, ওই সড়ক নিমার্ণে অনিয়মের পাশাপাশি সহকারী প্রকৌশলীকে বদলীর হুমকি দেয়া হয়েছে কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com