রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

পাটগ্রামে ইউপি নির্বাচনে দায়িত্বে অবহেলার দায়ে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি:: পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রামে দায়িত্বে অবহেলার দায়ে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলা দহগ্রাম ইউনিয় সেরবঙ্গের বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোঃ রেজানুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে দায়িত্বে অবহেলার দায়ে পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক প্রিজাইডিং অফিসার মোঃ রেজানুল ইসলামকে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান কর্তৃক প্রত্যাহার করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ৫ম ধাপে জেলার পাটগ্রাম উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯জন, মহিলা ও সাধারণ সদস্য পদে ৩১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২১হাজার ৪৬৮জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com