বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের সামনে ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে আসার হাতছানি। আর একটি মাত্র জয় পেলেই অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে র্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করবে দলটি।
আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় লাভ করে দারুণ ফর্মে আছেন বাবর-রিজওয়ানরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজটি নিজেদের নামে করে নিয়েছেন তারা। এবার সামনে আছে ওয়ানডের শ্রেষ্ঠ দলের মুকুট পরার সুযোগ। এখন পর্যন্ত রেটিং অনুসারে যৌথভাবে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান তবে অস্ট্রেলিয়ার পয়েন্ট পাকিস্তানের চেয়ে বেশি হওয়ায় শীর্ষ জায়গাটি দখল করে রেখেছে তারা। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ জিততে পারলেই শীর্ষে উঠে আসবে বাবর আজমের দল।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কেবল একবারই র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। কিন্তু তাদের এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৮ ঘণ্টার ভিতরেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শীর্ষ জায়গাটি হারাতে হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত পাকিস্তান ওয়ানডে খেলেছে মোট ১০টি, তার মধ্যে জয় লাভ করেছে ৭টিতে। বাকি তিনটি ম্যাচই তারা হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
আজ (শনিবার) হাম্বানটোটায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় আফগানদের হোয়াইটওয়াশ ও র্যাংকিংয়ে শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান।